হিন্দুসম্প্রদায়ের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা নিজেদের কেন সংখ্যালঘু ভাবেন। আপনারা নিজেদের সংখ্যালঘু ভাববেন না। বাংলাদেশে একজন মুসলমানের যে অধিকার রয়েছে, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান বা অন্য যেকোনো সম্প্রদায়ের লোকের সমান অধিকার রয়েছে। তাই আপনাদের নিজেদের ছোট ভাবার সুযোগ নেই। মাথা উঁচু করে সামনে এগিয়ে যাবেন।’মন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণ একাধারে রাজনীতিক, প্রেমিক ও পরোপকারী। তাঁর ব্রত ছিল দুষ্টের দমন ও শিষ্টের লালন। তিনি অশুভের বিরুদ্ধে শুভ প্রতিষ্ঠা করেছিলেন। দুর্জনের বিরুদ্ধে সজ্জন প্রতিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতে ধরাধামে এসেছিলেন।উদ্বোধন অনুষ্ঠান শেষে বিকেল সোয়া চারটায় ঢাকেশ্বরী মন্দির থেকে ঐতিহাসিক জন্মাষ্টমী শোভাযাত্রা বের হয়। এটি হাইকোর্ট, প্রেসক্লাব, পল্টন, গুলিস্তান হয়ে বাহাদুরশাহ পার্কে গিয়ে শেষ হওয়ার কথা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস